এস এম মেহেদী হাসান।। মৌলভীবাজার: রোববার, ৯ই পৌষ ১৪২৩।। দুই হাজার ৭৯৯ বর্গ কিলোমিটার আয়তনের মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার জায়গা বিক্রির দলিল রেজিস্ট্রারী বাবৎ সরকারের রাজস্ব আয় হয়েছে ৬০ কোটি ৬০ লাখ টাকা। চলতি বছরে জানুয়ারী থেকে নভেম্বর মাস পর্যন্ত জেলার ৭টি সাব-রেজিষ্ট্রার অফিসের মাধ্যমে ৩০ হাজার ১৬ দলিল রেজিস্ট্রারী করা হয়। এতে সরকারী কোষাগারে জমা হয়েছে ৬০ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ৪৪ টাকা ৬০ পয়সা।
জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬৭টি ইউনিয়নের ৮৯৯টি মৌজার ২হাজার ১৫টি গ্রামের মোট জমির পরিমাণ ৬,৫৮,৯১৫.৭১ একর। খাস জমির পরিমাণ ৩৫,১০০.৪৯ একর। আবাদযোগ্য জমির পরিমাণ ১,৪৬,৭৪০ একর এবং অনাবাদী জমির পরিমাণ ১০,৬৯৫ হেক্টর। তারমধ্যে তিনটি হাওরের আয়তন ৫৪,৬৪৮.৯৮ হেক্টর। এবং চা বাগানের জমির পরিমাণ ১,৬০,২৬৪.৭৮ একর। জেলায় ১৯ লাখ ১৯ হাজার ৬২জন লোকের বসবাস।
জানুয়ারী মাসে ২ হাজার ৯১৯ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৫ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৩৮৯ টাকা।
ফেব্রুয়ারী মাসে ৩ হাজার ৩৬৭ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৬ কোটি ৬১ লাখ ৪ হাজার ৫০১ টাকা।
মার্চ মাসে ৩ হাজার ২৮০ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৬ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৩৩৪ টাকা।
এপ্রিল মাসে ২ হাজার ৭৭৪ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৫ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ৫৯৭ টাকা।
মে মাসে ২ হাজার ৫৩১ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৫ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৪৬৩৯ টাকা ২০ পয়সা।
জুন মাসে ২ হাজার ১৫০ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৪ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ৪ টাকা ৬০ পয়সা।
জুলাই মাসে ২ হাজার ৩২ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৩ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৫৪৩ টাকা।
আগষ্ট মাসে ৩ হাজার ২৭৫টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৬ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা ২০ পয়সা।
সেপ্টেম্বর মাসে ২ হাজার ৩০ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৪ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ১৭৪ টাকা ৬০ পয়সা।
অক্টোবর মাসে ২ হাজার ৮৯২ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৫ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ৭৪৯ টাকা।
নভেম্বর মাসে ২ হাজার ৭৬৬ টি দলিল রেজিষ্ট্রারী হয়। রাজস্ব আসে ৫ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৩৮৩ টাকা।
মৌলভীবাজারের জেলা রেজিষ্ট্রার মোঃ শফিকুর রহমান জানান, বছরের অগ্রহায়ণ মাসে এমনি জমি বিক্রির দলিল রেজিষ্ট্রারী কম হয়ে থাকে। এরমধ্যে মৌলভীবাজার জেলায় বিগত ৩/৪ বছর ধরে জমি বিক্রির হার কমে গেছে। এতে রাজস্ব আয় কিছুটা কমেছে।