1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে ৪ হাজার চা শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

রাজনগরে ৪ হাজার চা শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৫৯৫ পড়া হয়েছে

মৌলভীবাজারের তিনটি ইউনিয়নের ৪ হাজার ১০টি চা শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হচ্ছে। চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন প্রতি পরিবারকে ৫ হাজার টাকার চেক দেয়া হচ্ছে। বুধবার সকালে উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়ের আয়োজনে টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান ও রাজনগর চা বাগানে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, রাজনগর সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রামলাল রাজভর, ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, নকুল চন্দ্র দাস, উপজেলা কৃষকলীগ সভাপতি মাহমুদুর রহমান, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেন, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম সোহেল।

অনুষ্ঠানে সংসদ সদস্য নেছার আহমদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের অবহেলিত চা-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একর পর এক কর্মসূচী হাতে নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর সময় থেকে এই চা-শ্রমিকরা তাদের অধিকার পাওয়া শুরু করেছিল। সেই ধারা অব্যহত রেখেছেন শেখ হাসিনা। তাই শেখ হাসিনা চা শ্রমিকদের ভরসাস্থল হিসেবে স্থান করে নিয়েছেন। স্থানীয় কিংবা জাতীয় সব নির্বাচনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক হিসেবে তাই নৌকাকে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মিনাজ মিয়া, ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT