1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাণী মারা যাননি। ভীষণ সর্দি-কাশী থেকে সেরে উঠছেন -বাকিংহাম পেলেস - মুক্তকথা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

রাণী মারা যাননি। ভীষণ সর্দি-কাশী থেকে সেরে উঠছেন -বাকিংহাম পেলেস

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৭৭৮ পড়া হয়েছে

বিবিসি’র নামে এই সেই জাল টুইটার পাতা।

লন্ডন: রোববার, ১৬ই পৌষ ১৪২৩।। অকল্যণকামী দূর্মোখদের মুখে ছাঁই পড়েছে। রাণী মারা যাননি তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। বিবিসি’র নামে একটি জাল ‘টুইটার একাউন্ট’ গত ২৯শে ডিসেম্বর রাণী মারা গেছেন বলে দাবী করেছিল। ওই টুইটে লেখা হয়েছিল-“BREAKING: Buckingham Palace announces the death of Queen Elizabeth II at the age of 90. Circumstances are unknown. More to follow.”। ফলে কু’বুদ্ধীদের ওই অপখবরটি সামাজিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বড় বড় সংবাদপত্র ও সংবাদমাধ্যমগুলো দুশ্চিন্তায় পড়ে যায়। এতোবড় একটি খবর অথচ সংবাদ মাধ্যম কিছুই জানেনা। এতো হয় না। যোগাযোগ শুরু হয়। প্রথমেই জাল ওই টুইটার একাউন্ট বাজেয়াপ্ত করা হয়। পরে, বাকিংহাম পেলেস থেকে একজন মুখপাত্র “দৈনিক ইন্ডিপেন্ডেন্ট”কে জানান যে সংবাদটি ভূঁয়া, রাণী মারা যাননি। তিনি ভীষণ ঠান্ডা আক্রান্ত অবস্থা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

অসুস্থতার জন্য রাণী তার কিছু শীতকালীন কর্মসূচী পরিবর্তন করেন। তিনি বাৎসরিক খৃষ্টমাস চার্চ প্রার্থনায় উপস্থিত হতেও পারেননি। এতে অনেকেই বিভিন্নভাবে ভাবতে শুরু করেছিলেন। এরই মাঝে বিবিসি’র নামে ওই জাল টুইটার বার্তা সবাইকে ভাবিয়ে তুলে। (ইন্ডিপেন্ডেন্ট থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT