সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল, বৃহস্পতিবার ১১ই ফাল্গুন ১৪২৩।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয় ও সাতগাঁও উচ্চ বিদ্যালয় দু’টিতে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দু’টি সততার ষ্টোরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন(দুদক) এর সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভিন।
দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), উপজেলা প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহযোগীতায় দুপুরে উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সায়েক আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার দেব ও উপজেলা দুপ্রক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
এর আগে সকালে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত-এর সভাপতিত্বে আলোচনা সভায় উল্লেখিত অতিথিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য ছাত্র অবস্থায় নীতি নৈতিকতা এবং সততা ঘরে তুলতে বিক্রেতা বিহীন লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী সততা ষ্টোরের মাধ্যমে বিক্রয় করা হয়।