|  | শ্রীমঙ্গল থেকে পাঠিয়েছেন সৈয়দ আহমদ।। বেশ আগে উদযাপিত হয় ‘মা দিবস’।
 এ উপলক্ষ্যে মায়েদের নিখরচায় রক্ত পরীক্ষা
 করা হয় এবং আয়োজন করা হয় তথ্য আদান-
 প্রদান সভার। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক প্রহল্লাদ চন্দ্র দেবনাথ।
 আয়োজিত হয় শিশু-কিশোরদের
 ব্যতিক্রমী দূর্ণীতি বিরোধী চিত্রাংকন
 প্রতিযোগীতা।
 আইডিয়াল স্কুল আয়োজন করে
 অভিভাবক সমাবেশের।
 বাংলাদেশ টি এস্টেট স্টাফ
 এসোসিয়েশন আয়োজন করে তাদের
 সংগঠনের আলোচনা সভা। পালিত হয় জাতীয় পুষ্ঠি সপ্তাহ।
 |