মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ খৃষ্টাব্দ
“পাকিস্তানপন্তা মোকাবেলার পাশাপাশি লুটপাট-বৈষম্যের অবসান করতে সুশাসন-সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। পাকিস্তানপন্থীরা মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে অশান্তি-অস্থিতিশীলতা তৈরি না করলে, উন্নয়নের পথে কাঁটা না বিছালে, দুর্নীতিবাজ-লুটেরা গোষ্ঠী ঘরকাটা ইঁদুর-উইপোকার মত উন্নয়নের সুফল খেয়ে না ফেললে বাংলাদেশ আরও বহুগুণ এগিয়ে যেতে পারতো।
পাকিস্তানপন্থীরাই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, স্বাধীনতাকে অস্বীকার করে, বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করে, রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার ঘৃণ্য রাজনীতি করে দেশে বিরোধ-সংঘাত-অস্বাভাবিকতা- অশান্তি তৈরি করে রেখেছে।”
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এ কথাগুলো বলেছেন।
বাংলাদেশ ও পাকিস্তানের আর্থসামাজিক উন্নয়নের এক তুলনামূলক আলোচনা করতে গিয়ে ইনু আরো বলেন, ১৯৭১ সালের পূর্বপাকিস্তান ও ২০২১ সালের বাংলাদেশ এবং ২০২১ সালে পাকিস্তান ও বাংলাদেশের আর্থ-সামাজিক মানবিক উন্নয়নের সূচনাগুলো তুলনা করলে বাংলাদেশের ঘোরতর শত্রুও স্বীকার করবে স্বাধীনতা বংলাদেশের উন্নয়নের স্বর্ণ দুয়ার খুলে দিয়েছিল। ৫০ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক- মানবিক উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি অর্জন করেছে।
|