1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্কুল ছাত্র আব্দুল্লাহ হাসানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত - মুক্তকথা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

স্কুল ছাত্র আব্দুল্লাহ হাসানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮১৩ পড়া হয়েছে

মেহরান জওহার, বড়লেখা।। মৌলভিবাজারের বড়লেখায় আব্দুল্লাহ হাসানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার ৪ঠা ফেব্রুয়ারী বিকেলে স্থানিয় দক্ষিনভাগ বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে স্বতঃস্ফুর্তভাবে সহস্রাধিক মানুষ অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এমাদুল ইসলাম, মেরিট কেয়ার একাডেমীর পরিচালক আব্দুস সামাদ, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, হাফেজ খলিলুর রহমান, নাজমুল ইসলাম খান,রিয়াজুল ইসলাম,সাইদুল ইসলাম, জাকির, মাসুম, নাজমুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি আব্দুল্লাহ হাসান বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং সিলেটের দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমীর নবম শ্রেণীরর ছাত্র। এদিকে নিখোঁজ থাকার ১০ দিন পর স্থানিয় লোকদের কাছ থেকে খবর পেয়ে গত রোববার ১৮ জানুয়ারি রাতে মোহাম্মদনগর এলাকার একটি নির্জন টিলার ঢালু থেকে আব্দুল্লাহ হাসানের খন্ডিত পঁচা লাশ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT