1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হাওরে বন্যার ১ মাস - মুক্তকথা
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

হাওরে বন্যার ১ মাস

ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৫৮৪ পড়া হয়েছে

পানি কমার সাথে সাথে বাড়ছে রোগ

৪দিনের টানা তাপদাহে মৌলভীবাজারের হাওর থেকে পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথে বাড়ছে দুর্ভোগ। হাওর পারের মানুষ আক্রান্ত হচ্ছেন পানিবাহিত বিভিন্ন ধরনের রোগে।

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও রাজনগর উপজেলায় বন্যার পানি কিছুটা কমার পর আশ্রয় কেন্দ্র থেকে নিজ গৃহে যেতে শুরু করেছেন বানভাসী মানুষ। বাড়িতে যাওয়ার পর অনেকেই আক্রান্ত হচ্ছেন পানি বাহিত রোগে। বিশেষ করে ডায়রিয়ায় ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক। এছাড়াও জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন পানিবাহিত রোগ, চর্ম, এ্যলাজিতে আক্রান্ত হচ্ছেন বন্যা আক্রান্তরা। বন্যা কবলিত এলাকার ফার্মেসিতে দেখা দিচ্ছে নাপা, হিস্টাসিন সহ বিভিন্ন ঔষধের সংকট। প্রতিদিন হাওর পারের মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। জেলার হাওর এলাকায় ভয়াবহ বন্যায় তলিয়ে যায় উপজেলার টিউবওয়েল ও নলকূপগুলোও বন্যার পানিতে তলিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন- বন্যায় তলিয়ে যাওয়া টিউবওয়েলের পানি ও বন্যার পানি পান করায় বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা।

সরজমিনে জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে গেলে দেখা যায়, বন্যায় জ্বর, কাশি, স্বর্দি ও এলার্জি সহ বিভিন্ন ধরনের রোগের প্রাদৃর্ভাগ দেখা দিয়েছে। এদিকে দীর্ঘ দিনের বন্যায় রাস্তা ঘাট নষ্ট হয়ে যাওয়ায় চলাচলে চরম দূর্ভোগ পুহাতে হচ্ছে হাওর তীরের বাসিন্দাদের। প্রায় ৯০ শতাংশ বাড়ির টিবওয়েল তলিয়ে গেছে। যার ফলে বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে।

মৌলভীবাজার সির্ভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় ৩৭, আরটিআই ২৬, চর্ম ৪১ ও অন্যান্য রোগে ২৮ জন আক্রান্ত হয়েছে। এযাবত বন্যায় ৩ হাজার ৪’শ ৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১ জনের।

হাকালুকি হাওর পারের বাসিন্দা, বশির, মরম আলী ও মনাই সহ আনেকেই বলেন, দীর্ঘ দিন বন্যায় আমাদের ঘর নষ্ট হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি টিউবওয়েল ও বাথরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। বসত বিটে ও রাস্তায় এখনও পানি এবং কাঁদা রয়েছে। চলাচলে অনেক দুর্ভোগ পুয়াতে হচ্ছে। কাদায় চলা ফেরার কারণে পায়ে গাঁ সহ নানা রোগ দেখা দিয়েছে।

এবিষয়ে সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, বন্যা কবলিত এলাকার স্বাস্থ্য ঝুকি নিয়ন্ত্রণে রাখতে পুরো জেলায় ৭৪টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের সহায়তায় বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT