মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার শহরের বহুলপরিচিত শহরতলী ধরকাপন গ্রামের সুখ্যাত সৈয়দ পরিবারের সন্তান, শহরের একসময়ের প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী সৈয়দ আব্দুল গনির পুত্র সৈয়দ হেলাল ‘স্টোক’ জনিত শারীরিক সমস্যায় বর্তমানে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসারত আছেন।
জানা গেছে বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
সৈয়দ হেলাল স্থানীয় বহু সেবামূলক সংগঠনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত আছেন। তিনি একসময় সক্রিয়ভাবে বাম রাজনীতির সাথেও জড়িত ছিলেন।