আব্দুল ওয়াদুদ।। পর্যটন জেলা ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা জুড়ে পৃথক পৃথক ভ্রাম্যমান অভিযান সংঘটিত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় গেল ১মে হতে ১৫মে পর্যন্ত উপজেলা নির্বাহি কর্মকর্তা, সহকারি কমিশনা(ভুমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব অভিযান বাস্থবায়ন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানায়, সহকারি কুমিশনার(ভুমি) শ্রীমঙ্গল’র উদ্যোগে ১০টি অভিযানে ৭০টি মামলায় ৭৮হাজার ৮শ টাকা জরিমানা, বড়লেখায় ৬টি অভিযানে ১১টি মামলা দায়েরসহ ১১ হাজার টাকা, জুড়ী উপজেলায় ১টি অভিযানে ৬টি মামলাসহ ১ হাজার ২শ টাকা, কুলাউড়ায় ৪টি অভিযানে ৩৮টি মামলাসহ ২০ হাজার ৭শ টাকা জরিমানা, রাজনগরে ৩টি অভিযানে ১০টি মামলা দায়েরসহ ৫৫ হাজার ৭শ টাকা, কমলগঞ্জে ৬টি অভিযানে ৩০টি মামলা দায়েরসহ ৩৪ হাজার ৫শ টাকা, মৌলভীবাজার সদরে ৪টি অভিযানে ৪টি মামলাসহ ১হাজর ৭শ টাকা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে পৃথক আরো ৩৩টি অভিযানে আরো ৮২টি মামলা দায়েরসহ ৬৯ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।
সর্বমোট জেলা জুড়ে ১০২টি অভিযানে ২৬২টি মামলা দায়েরসহ ২ লাখ ৭৫ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, করোনা রোধে জনসমাগম, নিরাপদ সামাজিক দুরত্ব না মেনে কেনাকাটা করার দায়ে বেশিরভাগ ক্ষেত্রে এসব জরিমানা করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দ্রব্য মূল্যের তালিকা না রাখা ও অহেতুক অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে মামলা দায়েরসহ আরো বেশ কিছু জরিমানা করা হয়।