করোনা সংকট মোকাবেলায় জেলার ৪৫০০ দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো জেলা পরিষদ, মৌলভীবাজার| বীরমুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমানের উদ্যোগে আজ, ১৪মে ২০২০ ইং তারিখে জেলা পরিষদ মৌলভীবাজার এর এডিপি তহবিল হতে জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডের সাড়ে চার হাজার পরিবারের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ৫কেজি চাল, ১কেজি চিনি, ১লিঃ তেল, ১কেজি আটা, ৫০০গ্রাম সুজি, ২প্যাকেট সেমাই ও একটি করে সাবান বিতরণ করা হয়|
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার তিন আসনের এমপি নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, রেড ক্রিসেন্ট সাধারন সম্পাদক, জনাব আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিসবাহুর রহমানসহ পরিষদের সম্মানিত সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ|
করোনা ভাইরাসের সংক্রমণের কারনে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন দেশের অসহায় দরিদ্র, খেটে খাওয়া সাধারন নিম্ন আয়ের মানুষ। আর্তমানবতার সেবায় প্রানঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছেন প্রবীনতম এ রাজনীতিক জেলা চেয়ারম্যান আজিজুর রহমান| স্মরণ করা যেতে পারে জনাব আজিজুর রহমান সদ্য স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। তিনি শুধুই মুক্তিযোদ্ধা নহেন, মুক্তিযুদ্ধের সংগঠক, ৪নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়কারী; গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনিই মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দায়ীত্ব পালন করছেন।