1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপিত - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪১৭ পড়া হয়েছে

এমদাদুল হক : মৌলভীবাজার জেলায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক উদযাপিত হয়েছে।
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষ্যে আজ ০৭ নভেম্বর ২০২০(শনিবার) যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক জেলা প্রশাসন, মৌলভীবাজার জেলা সমবায় বিভাগ, মৌলভীবাজার ও মৌলভীবাজার জেলার সমবায়ীবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার জেলার আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি বলেন, সমবায়ের গুরুত্ব উপলব্ধি করেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে সমবায়কে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সমবায়কে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বর্তমান সরকার দেশে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সমবায় বিশেষ ভূমিকা পালন করতে পারে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT