1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৫৩ তম শহীদ নীরা বাউরী দিবস আজ - মুক্তকথা
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

৫৩ তম শহীদ নীরা বাউরী দিবস আজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৭৫৯ পড়া হয়েছে

পূর্ব পাকিস্তান চা শ্রমিক আন্দোলনে শহীদ নীরা বাউরীর নাম এক বাক্যে পরিচিত। চা শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও এর বাইরে কাজে ওভার টাইমের পারিশ্রমিকের দাবিসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলমান শান্তিপূর্ণ শ্রমিক ধর্মঘটে ৫৩ বছর আগে ১৯৬৯ সালে ১৩ এপ্রিল পুলিশের গুলিতে ডানকান ব্রাদার্স মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের কারখানার পাশে শ্রমিক নীরা বাউরী শহীদ হন। আরও কয়েকজন চা শ্রমিক আহত হন। এ আন্দোলনের নেতৃত্ব দেন চা শ্রমিক নেতা মফিজ আলীসহ চা বাগানের প্রবীন নেতৃবৃন্দ। পুলিশের গুলিতে নীরা বাউরীর মৃত্যুর পর আন্দোলন জোরালো হয়ে উঠে। চা শ্রমিকরা এই দিনটিকে স্মরণ করে প্রতি বৎসর ১৩ এপ্রিল শহীদ নীরা বাউরী দিবস পালন করে আসছে। এবছরও কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৫৩ তম শহীদ নীরা বাউরী দিবস নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হবে।

১৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৮টায় শমশেরনগর চা বাগান কারখানার পাশে শহীদ চা শ্রমিক নীরা বাউরীর সমাধিস্থলে পুষ্পার্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হবে। এরপর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শমশেরনগর, কানিহাটি, দেওছড়া, বাগীছড়া ও সুনছড়া চা বাগান প ায়েত কমিটি, বাউরী সমাজ কল্যাণ পরিষদ ও চা শ্রমিক নেতৃবন্দের আয়োজনে দিবসটি পালিত হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT