মৌলভীবাজার প্রতিনিধি।। “অক্সিজেন কন্সেনটেটর মিশিন” বিতরণ করলো অগ্রণী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা সদর হাপাতালে আনুষ্ঠানিকভাবে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪টি মিশিন বিতরণ করা হয়। ব্যাংকটির এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের উদ্যোগে করোনাক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ করতে অত্যাধুনিক মানের মিশিনগুলো মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালকে প্রদান করা হয়।
হাসপাতাল সম্মুখে সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ ও হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কানোনগো’র কাছে এসব কন্সেনটেটর মেশিন তুলে দেন মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান, প্রভাতি লাইফ ইন্সুরেন্স-এর এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর(এএমডি) সানাউল ইসলাম সুয়েজ, ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের সহকারি মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল লতিফসহ হাসপাতালের কর্মকর্তা ও ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। করোনা সংকটে সরকার চালিত এই ব্যাংক মৌলভীবাজারের এই দূযোর্গপূর্ণ মূহুর্তে এর আগেও আরো ২৫টি অক্সিজেন সিলেন্ডার বিতরণ করে।
জানা যায়, অত্যাধুনিক মানের এ মেশিন করোনাক্রান্ত রোগীদের শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করবে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের পর্যটনখ্যাত পাহাড়ি জেলা মৌলভীবাজারে করোনা পরিস্থিতি মোকাবেলায় পিসি, ল্যাব, অক্সিজেন সাপ্লাই, হাইফ্লো নজেল চালু ও স্বাস্থ্যখাতে সাগর চুরি বন্ধের দাবীতে “বাংলাদেশ জাসদ” মৌলভীবাজার জেলার উদ্যোগে গত সোমবার, ঘন্টাব্যাপী স্থানীয় চৌমুহনা চত্ত্বরে “মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দলের জেলা সভাপতি ও সাস্কৃতিক ব্যক্তিত্ব আ স ম ছালেহ্ সুহেল’র সভাপতিত্বে এতে বক্তব্য দেন “বাংলাদেশ জাসদ” এর যুক্তরাষ্ট্র শাখা সভাপতি আব্দুল মোছাব্বির। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আহমদ রাজা, সদর উপজেলা সভাপতি হারভী হেডেন প্রেন্ট্রিস অপু, জাতীয় যুবজোটের জেলা সেক্রেটারী সোহেল সামাদ পলাশ প্রমুখ।
বক্তারা করোনা পরিক্ষার জন্য মৌলভীবাজারে পি সি ও ল্যাব সংযোজন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইসহ হাই-ফ্লো নজেল চালু, করোনা টেষ্টের ফি নির্ধারন বাতিল, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম কঠোর হস্তে দমন ও করোনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক প্রনোদনার আওতায় আনার দাবী জানান।