লন্ডন: মঙ্গলবার, ১০ই মাঘ ১৪২৩।। মৌলভীবাজার সরকারী মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, মৌলভীবাজারের উচ্চ শিক্ষাঙ্গনের উদার মনের কারিগর, ষাটের দশকের ক্রীড়া সংগঠক, নিবেদিত সংস্কৃতিপ্রান শিক্ষাগুরু শ্রী করুণাময় রায় আর নেই।
আজ মঙ্গলবার, ১০ই মাঘ ২৪শে জানুয়ারী বাংলাদেশ সময় ১২টা ৩০ মিনিটে মৌলভীবাজার শহরে তার পূর্বগীর্জাপাড়াস্থ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শ্রীকরুণাময় রায় ষাটের দশকে মৌলভীবাজার মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। তার পর এক নাগারে ৩৫ বছর তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানেই জীবনের মূল্যবান সময় অতিবাহিত করেন। সংস্কৃতানুরাগী অধ্যাপক করুণাময় অবসর জীবনে মনের গভীরে লালনকরা বিশুদ্ধ বাঙ্গালী সংস্কৃতির টানে সুদীর্ঘকাল মৌলভীবাজার কালীবাড়ীর সান্ধ্য সংস্কৃতিক আয়োজনে নিয়মিত সংগীত পরিবেশন করতেন।