অনলাইনে ভূমি উন্নয়ন কর, মুজিব বর্ষের গৃহ নির্মাণসহ ভূমি সেবা সপ্তাহ-এর শুভ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ প্রকাশনা সভা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রোববার ৬জুন ২০২১ইং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মল্লিকা দে, নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার। সংবাদ প্রকাশনা সভায় জেলা প্রশাসক জানান, সোমবার(৭ জুন) থেকে সপ্তাহব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশমুখ দপ্তর(ফ্রন্ট ডেস্ক) এবং সকল উপজেলা ভূমি অফিসে তথ্য কেন্দ্র তথা সেবা ডেস্ক চালুকরণ এবং ই-নামজারী ও অনলাইন পর্চার আবেদন গ্রহণ করা হবে। একই দিনে অনলাইনে নাগরিক মতামত গ্রহণ ও নাগরিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে অনলাইন বুথ স্থাপন করা হবে। বুধবার(৯জুন) জেলা প্রশাসকের ভুমি অধিগ্রহণ শাখা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এল.এ মামলার ক্ষতিপূরণের চেক প্রদান এবং জেলা তথ্য অফিস থেকে সেবামূলক প্রচার প্রচারণা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ১০জুন ভার্চুয়াল’র সভার মাধ্যমে(জুম প্লাটফর্ম) ভুমি সেবা সংক্রান্ত সেমিনার(কবু হড়ঃব) উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, বাসস প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, টেলিভিশন সাংবাদিক এসাসিয়েশন এর সাধারণ সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক খবরপত্রের প্রতিনিধি স.ই সরকার জবলু, দেশটিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, চ্যানেল টুয়েটিফোর প্রতিনিধি এম এ হামিদ, ভোরের পাতার প্রতিনিধি এ এস কাঁকন, মসাহিদ আহমদ প্রমুখ। |