মুক্তকথা সংবাদকক্ষ।। শুরু হয়েছে অনুসন্ধানী খবর লিখন ও সংগ্রহের উপর ৩দিনের কর্মশালা। আনুষ্ঠানিকভাবে ১৯৭৭সালে জন্ম নেয়া বাংলাদেশ প্রেস ইন্সস্টিটিউটের আয়োজনে এ কর্মশালা চলবে ৩দিন ব্যাপী। মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অর্ধ সপ্তাহের ওই কর্মশালা শুরু হয়েছে আজ ১৬ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে। চলবে আগামী ১৮ নভেম্বর, বুধবার বিকেল ৪টা অবদি। মৌলভীবাজার জেলার ৩৫ জন সাংবাদিক এতে অংশ নিয়েছেন।
প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)এর আয়োজনে অনুসন্ধানী রিপোর্টিং এর এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যমুনা টিভির মাহফুজ মিশুক ও পিআইবি’র মোঃ শাহ আলম প্রথম দিনের প্রশিক্ষণ পরিচালনা করেন।
উল্লেখ প্রয়োজন যে বাংলাদেশ প্রেস ইন্সস্টিটিউটের জন্মলগ্নের চেয়ার ব্যক্তিত্ব ছিলেন স্বনামে খ্যাত সুলেখক, সাহিত্যিক মরহুম সৈয়দ মুজতবা আলীর অগ্রজ এই মৌলভীবাজারেরই সুসন্তান সুলেখক ইতিহাসবিদ ও উচ্চ পদস্ত সরকারী চাকুরে মরহুম সৈয়দ মুরতাজা আলী। মুক্তকথা সম্পাদক মুক্তিযোদ্ধা, এডভোকেট হারুনূর রশীদ ছিলেন দৈনিক ইত্তেফাক মনোনীত প্রেস ইন্সষ্টিটিউটের প্রথম দল প্রশিক্ষনার্থীদের একজন। দৈনিক সংবাদ মনোনীত প্রয়াত সাংবাদিক মোনাজাত উদ্দীন ছিলেন ওই প্রশিক্ষনার্থীদের আরেকজন।