1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অবরোধ নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ - মুক্তকথা
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

অবরোধ নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৪ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ হতে দেখা যায়নি। মাঠে দেখা যায়নি অবরোধ আহবানকারী কোন দলের পিকেটিং। প্রতিদিনের মতোই পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নিয়মিত টহল দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশের। রোববার বিকেলে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম(বার) এর নের্তৃত্বে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে শমশেরনগর ও কমলগঞ্জ উপজেলা সদরে টহলে দেখা যায়।

সড়কে দুরপাল্লার বাস ছাড়া সাধারণ যাত্রী ও পথচারীরা নিরাপদে তাদের নিজস্ব কর্মস্থলে যাতায়াত করছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করছে। সকাল থেকে সব ধরনের দোকান-পাট খোলা রয়েছে। সড়কের মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, কমলগঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অবরোধ বা হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT