র্যাবের হাতে ধরা পড়লেন জেলার মানব পাচার মামলার
প্রধান আসামী সরফ উদ্দিন নবাব
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মানব পাচার মামলার প্রধান আসামী সরফ উদ্দিন নবাবকে(৪০) গ্রেফতার করেছে র্যাব। রোববার গণমাধ্যমে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাব জানায়, সরফ উদ্দিন নবাব ও তার সহযোগীরা উপজেলার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে ভারত থেকে তাদের হাত পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপন দাবী করে ছিল। এ ঘটনায় আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত শনিবার(২৬ এপ্রিল) উপজেলার ডিমাই বাজারে আসামীর ফার্ণিচারের দোকান হতে বড়লেখা থানার(মামলা নং-০৪/৬২ তারিখ-০৬/০৪/২০২৫ ধারা- ৬/৭/৮) মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর মানব পাচার মামলার এজাহার নামীয় ১নং ওই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সরফ উদ্দিন উপজেলার কেছরীগুল গ্রামের সজ্জাদ আলীর পুত্র।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব জানায়।