২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ওই সড়কের কাজ শুরু হলে করোনার কারণে সাময়ীক বন্ধ হয়ে যায়। কাজটি শেষ হবে ২০২১ সালের ৮ই ফেব্রুয়ারী। এক প্রশ্নের জবাবে, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন জানান, কাজের গুণগত মান অক্ষুন্ন রাখতে প্রশস্ত ও মজবুত করে এ কাজটি করা হচ্ছে। এখানে ফাঁকি দেবার কোন সুযোগ নাই। কাজের ওই মান ধরে রাখতে আমাদের একটি মনিটরিং টিম দেখভাল করছে। এছাড়াও ওই কাজের মান নিয়ে কোন প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের পক্ষ থেকে এসে পর্যবেক্ষণ করা হবে। আরেক প্রশ্নের জবাবে ওই প্রকৌশলী জানান, কাজের ত্রুটি বিচ্ছুতি নিয়ে নেতিবাচক কোন কথা আসলে আমরা সুধরাতে পারবো। ওই ঠিকাদার সরকারি দলের কোন নেতা-কর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নাই। আপনারা ডিজিএফআই-কে জিজ্ঞেস করলে জানতে পারবেন।
|