অবৈধ বালু উত্তোলন, ৫০হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
সংবাদদাতা
-
প্রকাশকাল :
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
-
৩৫৬
পড়া হয়েছে
মুক্তকথা সংবাদকক্ষ।। নদী থেকে বে-আইনীভাবে বালু সংগ্রহ করে বিক্রির অপরাধে দু’জনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালতের তাৎক্ষনিক বিচারে তাদের আটকাদেশ এবং ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। |
অবৈধ বালু তোলার অপরাধে আটক ট্রলার। ছবি: সংগ্রহ |
আটক দু’জন। ছবি: সংগৃহীত |
আদায় হচ্ছে জরিমানা। ছবি: সংগ্রহ |
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমান আদালত তাদের এ অর্থদণ্ডপ্রদান ও আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার, ভূমি ও কার্যকরী হাকিম শ্রী সুনজিত কুমার চন্দ।
বিগত ৭ নভেম্বর সদর উপজেলার চানপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। |
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন
এ জাতীয় সংবাদ