1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আইডিয়াল সোসাইটি ছাতকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

আইডিয়াল সোসাইটি ছাতকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ১৫৪৩ পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জ দিঘলী আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি এবার মেধাবি ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রি বিতরণ করেছে। দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসা, গোবিন্দগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ১শ’ ২৫জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর মধ্যে গাইড, খাতা, কলম, ছাতা, ব্যাগসহ নগদ অর্থ বিতরণ করা হয়। এটি তাদের সহায়তা কর্মসূচীর ১১তম উদ্যোগ বলে জানা গেছে।
এ উপলক্ষে বুধবার, ৭মার্চ দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল-মাদানী। সোসাইটির সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে ও উপদেষ্ঠা মাওলানা আবুল ফজল নোমান এবং সহ-সভাপতি আল-আমিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক সোসাইটি ইউকে ছাতকের চেয়ারম্যান মাওলানা জালালউদ্দিন, সমাজসেবি ও শিক্ষানুরাগি মাওলানা আখতার আহমদ, লুৎফুর রহমান, প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, মাওলানা মাসুক উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান শামছুল হক, মাওলানা মেরাজুদ্দিন, ইউপি সদস্য হুসাইন আহমদ লনি, সদস্যা ছাদিকা বেগম, উপদেষ্ঠা মাছুম বিল্লাহ, রশিদ আহমদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিন উদ্দিন, গোবিন্দনগর আলিয়া মাদরাসার ছাত্র সংসদের ভিপি রফিকুল ইসলাম, সোসাইটির উমেদ আলী, মাইন উদ্দিন, আল আমীন, আনোয়ার হোসেন, নিতাব উদ্দিন, রাসেল আহমদ, রুহুল আমীন, নোমান আহমদ, ছাবের আহমদ, আবুল হাসনাত, জুবায়ের আহমদ, তানভীর আহমদ, মাশহুদ মিয়া, জুয়েল আহমদ, লায়েক আহমদ প্রমূখ। সভা শেষে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT