আব্দুল ওয়াদুদ।। মৌলভীবাজার জেলার আইনজীবী সহকারীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এজহার ভুক্ত ১নং আসামী রিংকন মিয়া রোববার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে জামিনের জন্য আত্মসমর্পন করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোঃ বাহাউদ্দিন কাজী আত্মসমর্পনকারী আসামীর জামিন না’মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্যেখ্য, গেল ৮জানুয়ারী রাতে পশ্চিম শিমুলিয়া গ্রামে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সহকারী সাকিবুর রহমান মেরাজের উপর বর্বর হামলা চালায় সংবদ্ধ সন্ত্রাসীরা। গুরুতর আহত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আইনজীবী সহকারী মেরাজ বাদী হয়ে রিংকন, জামিল, রিজু, ফিরোজ, কটু সহ অজ্ঞাতনামা ২/৩ জন এর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।
বাদী পক্ষের মামলার আইনজীবী এডভোকেট বেল্লাল হোসেন বলেন, ওই মামলার আসামী রিংকন মিয়া রোববার আদালতে জামিন চাইলে বিজ্ঞ আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন কাজী তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।