হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বায়ে ও ভারতের বাণিজ্য, শিল্প ও বিমান চালনা মন্ত্রী সুরেশ প্রভু
লণ্ডন।। ভারত-বাংলাদেশ, উভয় দেশের দ্বিপাক্ষিক চুক্তির আওতাধীন ব্যবসা-বাণিজ্যের আরো উন্নয়নের বিষয়ে আলাপ-আলোচনার লক্ষ্যে ভারতের শিল্প, বাণিজ্যমন্ত্রী ও বিমানচালনা মন্ত্রী সুরেশ প্রভু আগামী জুন মাসে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের পাঠানো নিমন্ত্রণপত্র নিয়ে গত বুধবার ১৮ই এপ্রিল দিল্লীস্থ বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী মন্ত্রীর সাথে দেখা করতে গেলে মন্ত্রী সুরেশ প্রভু সহাস্যে নিমন্ত্রণ গ্রহন করেন এবং আগামী জুন মাসে বাংলাদেশ সফরের কথা জানান।
হাইকমিশনার জনাব আলীর সাথে আলাপে, এপর্যন্ত চলা ব্যবসা-বাণিজ্যের উপর মন্ত্রী খুবই সন্তোষ প্রকাশ করে বলেন যে এ কাজে আরো বেশী উন্নয়নের সুযোগ রয়েছে।
তার বাংলাদেশ সফরের সময়, সরকার কর্তৃক বাংলাদেশের গ্রামীন জীবনের দারীদ্রমোচনের মধ্যদিয়ে উন্নয়ন ঘুরে দেখার বিষয়ে মন্ত্রী তার ইচ্ছার কথা জানান।