লন্ডন: মঙ্গলবার, ১৬ই ফাল্গুন ১৪২৩।। টেক বিলিয়নার “এলন মোস্ক” এর কোম্পানী “স্পেসএক্স” ঘোষণা দিয়েছে আগামী বছর অর্থাৎ ২০১৮সালে তারা চাঁদ ভ্রমণে দু’জন সাধারণ মানুষকে পাঠাবে। ফলে ভ্রমণ পিপাসু মানুষের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। পাহাড় থেকে সমুদ্র সবই এখন মানুষের ভ্রমণের জায়গা হয়ে উঠেছে। এবার পালা মহাকাশ ভ্রমণ। স্পেশ এক্সপ্লোরেশন টেকনোলজিস সংস্থার চিফ এক্সিকিউটিভ বিলিয়নার এলন মাস্কের দাবি, আগামী বছর থেকে চাঁদের চারপাশে ভ্রমণে মহাকাশে পর্যটক পাঠাতে চলেছে তারা। সোমবার মাস্ক, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এই কাজে সহযোগিতা করবে নাসার তৈরী মহাকাশ যান। মাস্ক আরও জানান, ‘প্রথমবার নিজস্ব খরচে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথ ভ্রমণের নির্ধারিত লক্ষ্য রাখা হয়েছে ২০১৮ সাল। কারা প্রথমবার এই মহাকাশ ভ্রমণে থাকছে তাঁদের নাম সময় হলেই প্রকাশ করা হবে। অবিশ্বাস্য মহাকাশ ভ্রমণ শুধু সময়ের অপেক্ষা।’ এটি প্রথম লুনার ফ্লাইবাই মহাকাশ মিশন হওয়ায় আমেরিকার স্পেশ এজেন্সি নাসা খুব গুরুত্ব সহকারে দেখছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশ, নাসা যেহেতু এই মহাকাশ ভ্রমণে প্রযুক্তিগত সাহায্য করছে তাই সুরক্ষা , কী কী সুযোগ–সুবিধা আছে সেদিকে নজর দিতে হবে। মহাকাশ ভ্রমণের জন্য হেভি–লিফট স্পেশ লঞ্চ সিস্টেম রকেট এবং অরিঅন ক্যাপসুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া সংস্থা স্পেস–এক্সের নিজস্ব ফ্যালকন হেভি রকেট আছে। স্পেস–এক্সের পরিকল্পনা দুজন করে পর্যটক নিয়ে উড়ে যাবে পৃথিবীর থেকে ৩ থেকে ৪ লক্ষ মাইল দূরে। রকেট পৃথিবীর কক্ষপথ ও চাঁদের আশপাশ ঘুরে ফিরে আসবে। ১৯৬৮ সালে অ্যাপোলো–৮ মিশনও চাঁদের আশপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসে। [নিউইয়র্ক পোষ্ট ও আজকাল থেকে]