মৌলভীবাজার জেলার প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযুদ্ধা, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান করোনায় ্আক্রান্ত হয়েছেন। গত কাল তার পরীক্ষার পর ্আজ ফলাফল ্ইতিবাচক পা্ওয়া যায়। তাকে নিরাপদ নিবিড় চিকিৎসার জন্য ডাক্তারী ্উড়াল পথে ঢাকায় নেয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যম ্ও তার পারিবারিক সূত্রে ্এ খবর নিশ্চিত হ্ওয়া গেছে।