1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আজ লণ্ডনে ইসরাইলী হামলার প্রতিবাদ হলো - মুক্তকথা
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:২২ অপরাহ্ন

আজ লণ্ডনে ইসরাইলী হামলার প্রতিবাদ হলো

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১৩৫৮ পড়া হয়েছে

গাজায় ইসরাইলী হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ ‘সলিডারিটি’ আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য শ্রমিকদলের সাবেক দলনেতা জেরেমী করবিন। তার সাথে আরো বক্তব্য রাখেন ফিলিস্তিন রাষ্ট্রের দূত। তারা অবিলম্বে বৃটেনের সরকারকে বিষয়টি ব্যাপারে ইতিবাচক কর্মোদ্যোগ নেয়ার জন্য জোর দাবী জানান।

অগুণতি মানুষ জড়ো হয়েছিলেন আজকের প্রতিবাদ জানাতে। হাইডপার্ক দিয়ে যাচ্ছে মিছিল। ছবি: মুক্তকথা

ফিলিস্তিনের উপর ইসরাইলের অমানুষোচিত বর্বর আক্রমনের প্রতিবাদে আজ দুপুরে লণ্ডনে হয়ে গেলো বিশাল প্রতিবাদ মিছিল।
শনিবার হলো ফিলিস্তিনীদের ‘নাকবা দিবস’। আজ থেকে প্রায় ৭০বছর আগে এদিন হাজার হাজার আরবদের তাদের বাপ-দাদার বাড়ী—ঘর থেকে উচ্ছেদ করে ভূমিখেকো জবরদখলকারী ইসরাইলীরা। গাজা পাহাড় চূড়ায় সাম্প্রতিক ইসরাইলী হামলায় কমপক্ষে ১৩৯জন মারা গেছে। তাদের মধ্যে ৩৯জন শিশু রয়েছে। ইসরাইলের এই হিংসাত্বক হামলা সংগঠিত হয় পূর্ব জেরুজালেমের শেখ জারা পল্লীতে।

৭বছরের ফিলিস্তিনী বংশোদ্ভুত বালক। এ বয়সের অগুণতি শিশু-কিশোর-কিশোরী আজকের প্রতিবাদে শরিক হয়।

হাবিব অপু ও মাহমুদ রশীদ। দু’জনই বাঙ্গালী বংশোদ্ভুত। পেশাজীবী। একই অমানবিক অন্যায় ৭-৮ দশক জুড়ে চলে আসছে। এটি কি করে সম্ভব! এমন চলতে দেয়া যায় না। ছবি: মুক্তকথা

এ সবের প্রতিবাদে এবং ফিলিস্তিনী স্বাধীনরাষ্ট্র ঘোষণার দাবীতেই আজ হাজার হাজার যুক্তরাজ্যবাসী লণ্ডনের মার্বেল আর্চ থেকে শুরু করে কেনসিংটনের ইসরাইলী দূতাবাস পর্যন্ত পায়েহেটে সুদীর্ঘ মিছিল নিয়ে প্রতিবাদ জানায়।
শ্রমিক নেতা জেরেমী করবিন তার বক্তব্যে জোর দাবী করে বলেন এখুনি ইসরাইলের দখলদারীত্বের অবসান ঘটান,  নতুন সকল বসতকারীদের তুলে নেয়া হোক এবং গাজা অবরোধ তুলে নেয়া হোক। ফিলিস্তিনীদের ভূমি দখল করা হয়েছে এবং এখন তাদের নিজেদের বাড়ীঘরে গিয়ে হত্যা করা হচ্ছে। এসব কিছু অনৈতিক, বেআইনী ও অন্যায়।
আজকের প্রতিবাদ সভায় বৃটেনের সকল শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT