আব্দুর রহমান শাহীন।। মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউপি(০১ নং ওয়ার্ড) টালিয়াউরা গ্রামের ছইফ উদ্দিনের দোকানের সামনে থেকে মসজিদ পর্যন্ত আদর্শ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৬০০ ফুট রাস্তায় ১৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যুতিক লাইটিং করা হয়েছে।
রোববার, ৩১ ডিসেম্বর টালিয়াউরা জামে মসজিদের ইমাম হাফেজ জুবায়ের আহমদের সভাপতিত্বে ও স্পেন প্রবাসী মনজুর আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে লাইটিংয়ের শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন আদর্শ সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক ছলিম আহমদ।
আর্দশ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৬০০ ফুট রাস্তায় বৈদ্যুতিক লাইটের একাংশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফুলতলা শাহ নিমাত্রা কলেজের শিক্ষক সাইফউদ্দিন, বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ছইফ উদ্দিন, এলাকার প্রবীন ব্যক্তিত্ব আব্দুল খালিক, দুবাই প্রবাসী ফরুক আহমদ, কাতার প্রবাসী আছাদ উদ্দিন প্রমুখ।
পরে সংস্থা সভাপতি ছলিম আহমদকে বিদেশ সফর উপলক্ষ্যে বর্ণাট্য আয়োজনে সংবর্ধনা প্রদান করে আদর্শ সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীলগন।