মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার কারাতে পরিবারের আয়োজনে আন্তর্জাতিক কারাতে বিচারক, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ আনসারের প্রশিক্ষক সেনসি হুমায়ূন কবির জুয়েলের স্মরণে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে শুক্রবার(১৪ আগষ্ট) বিকাল ০৫:০০ ঘটিকায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাংলাদেশের কারাতে অঙ্গনে ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারি। বাংলাদেশের কারাতের লিজেন্ডখ্যাত এই মহাবীরের অকাল বিদায় মেনে নিতে পারছেন না কারাতে প্রেমিরা। বাংলাদেশের কারাতে খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্টিত করতে হুমায়ূন কবির জুয়েলের ছিল বিশেষ অবদান। তার এ শূন্যতা পূরণ হবার নয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। যার অন্তর্গত আনসার ব্যাটালিয়নের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর সংযুক্ত প্রশিক্ষণ ক্রীড়া শাখায় কর্মরত ছিলেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে বিচারক এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক বেশ ক’টি কারাতে কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। গত ২৬শে মে মঙ্গল বার সকাল ৮টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দোয়া মাহফিলে মোনাজাত করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাও: সামছুল ইসলাম। উক্ত দোয়া মাহফিলে পরিচালনা করেন সেনসি মো: ইমরান।উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সেনসি সৈয়দ মেহবুব মোর্শেদ,সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী, সালেহ এলাহি কুটি, গিয়াস আহমেদ,দুরুদ আহমেদ, মোসাইদ আহমেদ, অতিথি, অভিবাবক, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খীরা। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।
|