উপরের ভিডিওটি সেই পিক আপ ভেনের যে গাড়ীটি প্রতিবাদকারী ছাত্রদের একজনের উপর দিয়ে চলে যায়। কি ভয়ানক ভীতিকর সে ভিডিও। নরম মনের কোন মানুষ এ ভিডিও দেখতে গেলে হয়তো হৃদযন্ত্রের চলাচল বন্ধ হয়ে মারাও যেতে পারে। এমনি ভয়ানক সে গাড়ী চালনা।
প্রশ্ন আসা খুবই স্বাভাবিক যে এসব ইতর প্রাণীদের গাড়ী চালাবার ‘লাইসেন্স’ দেয় কোন কর্তৃপক্ষ(?) কিসের উপর ভিত্তি করে? এ ধরনের অমানবিক বর্বরতা খুব সম্ভবতঃ বাংলাদেশে এই দ্বিতীয় দফায় দেখা গেল।
প্রথম অবস্থায় সকলেই মনে করেছিল যে ছেলেটি আর বেঁচে নেই। কিন্তু পরে জানা গেছে ছেলেটির নাম ফয়সল মাহমুদ। তার বয়স আনুমানিক ১৮বছর। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার পরপরই তাকে নারায়ণগঞ্জ-সিদ্দিরগঞ্জ এলাকার প্রোএকটিভ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। সেখানে থেকে রাত ৯:৪৫মিনিটে ঢাকার হাসপাতালে পাঠানো হয়।
ফয়সল মাহমুদ তোলারাম কলেজের ২য় বর্ষের ছাত্র। ঢাকা এয়ারপোর্ট রোডে বাস চাপায় ২জন ছাত্র হত্যার প্রতিবাদের চতুর্থ দিনে তিনি প্রতিবাদে শরিক হয়েছিলেন। ভিডিওটি ইউটিউব থেকে সংগৃহীত।