ঘূর্ণীঝড় ‘ডাডলি’র আঘাতে ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ার, লাংকাশায়ার, কামব্রিয়া ও উত্তর-পূর্ব এলাকার হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন সময় কাটাচ্ছে।
প্রায় দশ ঘন্টা সময় পর্যন্ত এম্বার সংকেত ছিল পরে আজ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী থেকে শুক্রবার পর্যন্ত ঝড়ো হাওয়ার হলুদ সংকেত দেয়া হয়েছে। ঝড় ডাডলি চলে যাওয়ার পর আসে ঝড় ‘ইউনিস’। ঝড়ের ক্ষতির কারণে পাতালরেল ও উপরের রেল চলাচল বন্ধ আছে।
এই ঝড়ে যোগাযোগের অপরিসীম ক্ষতি সাধিত হয়েছে যা মেরামতে সময়ের পরিমাণ নিরূপন কঠিন অনেকটা অনিশ্চিত।
এ পর্যন্ত জানা মতে একটি নির্দিষ্ট এলাকায় প্রায় ১৭০০ বাড়ীঘর বিদ্যুৎ হীন আছে। উত্তর-পূর্বের বিদ্যুৎ কোম্পানী মেরামতের জন্য কারিগর পাঠিয়েছে।
ডারহামের কয়েক হাজার বাড়ীঘরও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
লিডস থেকে লণ্ডন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঝড়ের গতি ছিল ঘন্টায় ৭৪ মাইল। হাডারসফিল্ড ও ওয়েইক ফিল্ডে ঘূর্ণিঝড়ের এ গতি পরিমাপ করা হয়।