সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। একই দিন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী ও সুপরিচিত সমাজসেবক মোঃ মোশাহিদ আলী এর মৃত্যুতেও মন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।
আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন। তিনি সারাজীবন দল ও জনগণের কল্যাণে নিয়োজিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। স্থানীয় জনগণ ও বাংলাদেশ আওয়ামী লীগ তার শুন্যতা দীর্ঘদিন অনুভব করবে।
গত ৩০ জানুয়ারি ২০২২ মন্ত্রীর জনসংযোগ দপ্তর থেকে এই শোকবার্তা প্রচারিত হয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী(৯০) গত শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় সিলেটের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই শোকবার্তায় মন্ত্রী মরহুম মোঃ মোশাহিদ আলীকে তার বেয়াই উল্লেখ করে বলেন, তিনি একজন সদালাপী ও সজ্জন মানুষ ছিলেন যিনি সারাজীবন মানুষের উপকার করে গেছেন। তাঁর মৃত্যু পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, মোঃ মোশাহিদ আলী গত ২৯ জানুয়ারী লন্ডন সময় বিকেল ৫ টায় লন্ডনস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।