মামুনূর রশীদ মহসিন।। মৌলভীবাজার ১৬মে সদর উপজেলা প্রাঙ্গনে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণের শুভ উদ্বোধন করেন বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সদর ৩ আসনের সাংসদ নেছার আহমদ। উপস্থিত বিশেষ অতিথি সদর উপজেলা নির্বসহী কর্মকর্তা-শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান- কামাল হোসেন ও ৮ নং কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধূরী।
উক্ত অনুষ্ঠানের আয়োজক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন জানান জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পবিত্র রোজা উপলক্ষ্যে ইমাম ও মোয়াজ্জিনদের জন্য। উপজেলার ১২টি ইউনিয়নের ১২শত ইমাম ও মোয়াজ্জিনদের ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল সদর উপজেলা প্রঙ্গনে তাদের হাতে তুলে দেয়া হয়। উল্লেখ্য এর আগে কামাল হোসেন ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৫ হাজার মানুষকে পবিত্র রমজানের ইফতারী বিতরণ করেন।