মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ বর্ষে সাফল্যের সহিত উর্ত্তীণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । সোমবার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও ফলজ চারা প্রদান করেন।
![]() |
স্থানীয় গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ, বিএনপি নেতা আলম আহমেদ, আব্দুল ওয়াহিদ, মনুমূখ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ আহমেদ।
অনুষ্ঠানে সদর উপজেলার শেরপুর আজাদ বকত স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রের প্রায় ৫২জন শিক্ষার্থীদের কে সন্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” উপলক্ষে স্মৃতির সবুজ পল্লবে নতুন প্রাণ জাগাতে মৌলভীবাজার জেলা কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচির মধ্য দিয়ে দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ের প্রত্যয়ে পরিবেশ রক্ষার প্রতীকী বার্তা তুলে ধরা হয়। রোববার (২০ জুলাই) দুপুরে জেলা শহরের সরকরি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গনে জেলা কৃষকদল এ কর্মসূচীর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামীম আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
![]() |
এ সময় প্রধান অতিথি ফয়জুল করিম ময়ূন বলেন: বলেন,“গণতন্ত্র, স্বাধিকার এবং দেশের সার্বিক মুক্তির সংগ্রামে আমরা যেমন অবিচল, তেমনি পরিবেশ রক্ষার দায়িত্ব থেকেও আমরা সরে দাঁড়াবো না। এই বৃক্ষরোপণ কর্মসূচি যেন আমাদের সবুজ বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়ায়।”
তিনি বলেন “গণতন্ত্র শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার। পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের। আজকের বৃক্ষরোপণ প্রতীকী হলেও এর বার্তা সুদূরপ্রসারী।”