মাসের শুরুতেই ‘ফ্রিডম হাউস’এর বিবৃতি। বিষয় ইরাণের কারাগারে আটক বন্দীদের উপর অত্যাচার ও এদের মৃত্যুর বিষয়। ইরাণের কারাগারে প্রায় ৪হাজার বিভিন্ন নমুনার প্রতিবাদী কন্ঠ বন্দী হয়ে আছেন। এদের মাঝে যেমন হিজাবের বিরুদ্ধে প্রতিবাদকারীরা আছেন, তেমনি আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।
বিগত দু’মাসে ইরাণী কর্তৃপক্ষ এসব মানুষকে গ্রেপ্তার করে। ফ্রিডম হাউসের ‘মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচী’র জ্যৈষ্ঠ কর্মসূচী ব্যবস্থাপক দোখী ফাসিহিয়ান ওই বিবৃতিতে বলেছেন, এদের অনেকেই বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কেউ কেউ সরকার বিরুধী ‘গনোবাদী সুফি সম্প্রদায়’এর মানুষ আবার অনেকেই পরিবেশবাদী। এসব মৃত্যু ও আটকের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনযোগ খুব কমই পেয়েছে। বিশেষ করে, কম হলেও অন্ততঃ ৩০জনের মৃত্যুসহ বাকীদের আটকে রেখে নির্যাতন ও বলপূর্বক স্বীকারোক্তি আদায়ের মত অত্যাচারের ঘটনা রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার পর্ষদের উচিৎ এসব নির্যাতনের বিষয় হিসাবে নেয়া যেহেতু তারা এমাসেই জেনেভায় বসতে যাচ্ছেন।