লণ্ডন।। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের কর্মী উইনি মেন্ডেলা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ সোমবার ২রা এপ্রিল আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উইনি অসুস্থ ছিলেন। এ কারণে চলতি বছরের শুরুতে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝে কিছুদিনের জন্য বাড়িতেও নেওয়া হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালীন সময়ে তার পরিবারের সদস্য ও অন্যান্য শুভানুধ্যায়ীরা পাশে ছিলেন বলে জানা গেছে।
দীর্ঘ ২৮ বছর জেল খেটে মুক্তি পাওয়া ম্যান্ডেলার সঙ্গে হাতে হাত রেখে অধিকার আদায়ে কাজ করেছেন উইনি। ওই সময় বর্ণবাদবিরোধী আন্দোলনে শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন উইনি।