1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উস্তাদ ইকবাল আহমদ ও কাওয়াল সালিম চিশতীর সঙ্গীত সন্ধ্যা - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

উস্তাদ ইকবাল আহমদ ও কাওয়াল সালিম চিশতীর সঙ্গীত সন্ধ্যা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৪৪৯ পড়া হয়েছে

লণ্ডন।। গত কাল ৪টা জুলাই বুধবার হয়ে গেল সুফি রজনীর গজল ও কাওয়ালীর আসর। আয়োজন করেছিলেন লণ্ডনের ‘এশিয়ান মিউজিক সার্কিট লিঃ। “দি ভবন” নামের পশ্চিম কেনসিংটনের একটি ভারতীয় কলা ভবনে আয়োজিত হয় মনোজ্ঞ এই সঙ্গীত সন্ধ্যার। হলভরা শ্রোতা ও দর্শক নন্দিত এই মনোমুগ্ধকর আয়োজনে দিল্লী থেকে এসেছিলেন দিল্লী ঘরানার ফতেহপুর সিক্রীর কাওয়াল সালিম হাসান চিশতী ও তার দল। ‘তিন দুনিয়ার বাদ্য-বাজনা'(Music of the three worlds) নামক পার্বিক অনুষ্ঠানের একটি পর্ব ছিল সুফী ঐকতানবাদন বা সুফি কন্সার্ট।

ছবিতে বাঁয়ে মধ্যখানে কাওয়াল সালিম হাসান চিশতী ও ডানে ওস্তাদ ইকবাল আহমদ খান। উভয়ই দিল্লী ঘরানার শিল্পী।

এটি ছিল ভারতীয় কলা ভবনের ২০১৮সালের গ্রীষ্মকালীন কর্মসূচীর একটি অংশ। ইনফোসিস, এয়ার ইণ্ডিয়া, ষ্টেট ব্যাংক অব ইণ্ডিয়া ও আর্টস কাউন্সিল অব ইংল্যাণ্ডসহ অন্যান্য বিভিন্ন সংগঠন ও সংস্থার পৃষ্ঠপোষকতায়, ভারতীয় কলা ভবন, বৃটেনের বিভিন্ন শহরে গ্রীষ্মকালে এ জাতীয় উৎসব অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এসব অনুষ্ঠানে ‘আর্টস কাউন্সিল অব ইংল্যাণ্ড’ সবসময়ই আর্থিক সহযোগীতায় এগিয়ে আসে।
‘তিন দুনিয়ার বাদ্য-বাজনা’ নামের নান্দনিক এই সান্ধ্য আয়োজনের শুরু হয়েছিল ঐতিহ্যবাহী প্রাচীন ভারতীয় কবি ও সুফিসঙ্গীতজ্ঞ আবুল হাসান ইয়ামিন উদ্দীন খসরু(আমীর খসরু) ও ভারতের উর্দূ ভাষার কবি ও সঙ্গীত লেখক মির্জা আসাদুল্লাহ খান বেগ গালীবের সুফিধর্মী গান দিয়ে। এতে অংশ নেন দিল্লী ঘরানার উস্তাদ ইকবাল আহমদ খান। তার সাথে  তবলে বোল তুলেন বাবর লতিফ। সারেঙ্গী বাজিয়ে শরিক হন সুরজিৎ সিং।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT