মৌলভীবাজারে নাবিলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করছেন অতিথি।
মৌলভীবাজারে নাবিলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন
শ্রীমঙ্গল সংবাদদাতা।। মৌলভীবাজারে নাবিলা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মোট ৩৫ টি অসহায় দরিদ্র পরিবারের প্রতিবন্ধী সদস্যদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আজিজুর রহমান।
নাবিলা ফাউন্ডেশনের সদস্য আলহাজ্ব রেফুল মিয়া’র সভাপতিত্বে ও যুব সংগঠক সামাজিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী শামীম আহমদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, মামুনুর রশীদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের – সাধারন সম্পাদক সালেহ এলাহি কুঠি, মানবকন্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সমাজসেবক বশির খান,আনোয়ার মিয়া ও আব্দুল খালিক।
হাফিয জুবায়ের আহমদ রাজু এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাবিলা ফাউন্ডেশন এর সমস্বয়কারী শামীম আহমদ, হুমায়ুন কবির, সোয়েব আহমদ, নানু মিয়া, সহীদ আহমদ, সিতার আহমদ, আব্দুল আলিম, তোফায়েল আহমদ, আরিফ আহমদ সহ আরো অনেকে। জানাযায়, নাবিলা ফাউন্ডেশন এর উদ্যোগে এর আগেও সেলাই মেশিন, রমজানে খাদ্য সামগ্রী বিতরণসহ আরো বিভিন্ন ভাবে দান ও অনুদান দিয়ে দারিদ্র মানুষের কল্যাণে এগিয়ে এসেছে।
|
মৌলভীবাজারে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি
মৌলভীবাজারে ৭টি ইউনিট নিয়ে আনসার ভিডিপি মৌলভীবাজার জেলা কার্যালয় থেকে সোমবার দুপুরে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মৌলভীবাজার শহরের পাশ্ববর্তী জগন্নাথপুর আনসার প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ১ হাজার বৃক্ষের চারা রোপণ করা হয়। এছাড়াও সরকারি ও সড়কের দু’পাশে বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সহকারী জেলা কমান্ডেন্ট মোঃ রেজাউল ইসলাম, মোঃ জিন্নাতুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সঞ্জয় কুমার সিংহ সহ আনসার ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
|