1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এই জন-জনপদে... - মুক্তকথা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

এই জন-জনপদে…

সংবাদদাতাগন॥
  • প্রকাশকাল : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ০ পড়া হয়েছে

২১ দিন পর চাতলাপুর স্থল শুল্ক ঘাট দিয়ে
আমদানি-রপ্তানি শুরু


ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতীয় ইসকন কর্মীদের বাধায় বন্ধ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ২১ দিন পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি শুরু হয়। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ নভেম্বর থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। টানা ২১ দিন বন্ধ থাকার পর ৭০ মেট্রিক টন মাছ রপ্তানির মাধ্যমে শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু হয়।

জানা যায়, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর গত ২৭ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে রপ্তানির জন্য আসা ৬ ট্রাক বাংলাদেশের মাছ ত্রিপুরার কৈলাশহরের মনু শুল্ক স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশি ব্যবসায়ীরা দুই দিন ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেও তাদের মাছ রপ্তানি করতে পারেননি। এরপর থেকে ত্রিপুরার মনু শুল্ক স্টেশন এলাকায় অবস্থান নেয় ভারতীয় বিক্ষোভকারীরা। ভারতীয় বিক্ষোভকারীরা গত ৩ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের উদ্যোগ নিলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশের বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে আলোচনার পর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে মঙ্গলবার জারা এন্টারপ্রাইজের ৯টি ট্রাকে ৬৭ মেট্রিক টন বিভিন্ন জাতের বাংলাদেশি মাছ ও সুমন খান নাম এক ব্যবসায়ীর আরও এক ট্রাকে ৩ মেট্রিক টন বাংলাদেশি মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক জসিম উদ্দিন বলেন, টানা ২১ দিন এ পথে আমদানি রপ্তানি বন্ধ ছিল। বন্ধ থাকা অবস্থায় ত্রিপুরার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার দুপুরে ৯টি ট্রাকে ত্রিপুরায় ৬৭  মেট্রিক টন বাংলাদেশি মাছ রপ্তানি করা হয়েছে। সুমন খান নামে আরও এক ব্যবসায়ীর ৩ মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ভারতীয় এলাকায় বিক্ষোভকারীদের অবস্থানের কারণে গত ২৭ নভেম্বর থেকে বাংলাদেশি মাছ ভারতীয় শুল্ক স্টেশনে যেতে পারেনি।  দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে সিদ্ধান্তক্রমে ২১ দিন পর মঙ্গলবার থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে।



শ্রীমঙ্গলে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে ক’দিন ধরে শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকা ও হাওর অঞ্চলের অসহায় দরিদ্র মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

 

শ্রীমঙ্গলে শীতের তীব্রতার ফলে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে চা-বাগান শ্রমিকরা বেশ কষ্টে দিন অতিবাহিত করছেন, অন্যদিকে হাওরাঞ্চলের কৃষকরা তাদের জমিতে কাজ করতে পারছেন না। শ্রীমঙ্গলের শীতের প্রকোপ বাড়ায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে।

প্রকোপ শীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীমঙ্গল শহরসহ উপজেলার বিভিন্ন এলাকার ১৩ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০০ হতদরিদ্র পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান জানান, শ্রীমঙ্গলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬০০ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমে এটি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও জানান, শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়তে পারে, তাই শীতের আরও প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।



মণিপুরি ললিতকলা একাডেমিতে
৭ দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ শুরু

সংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের আওতায় ৭ দিন ব্যাপী বাৎসরিক সাধারণ নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণে ২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

গত শুক্রবার(২০ ডিসেম্বর) বিকেলে মাধবপুর শিববাজারস্থ একাডেমির অডিটোরিয়ামে ৭ দিন ব্যাপী বাৎসরিক সাধারণ নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

একাডেমির উপ-পরিচালক(চ: দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সমাজসেবক উপেন্দ্র সিংহ, মৌলভীবাজার শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক দীপ দত্ত আকাশ, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও জাহেদ আহমেদ প্রমুখ।



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT