বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা
সাজ্জাদুর রহমান আর নেই
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ: (অব:) সাজ্জাদুর রহমান (৮২) বার্ধক্যজনিত কারনে গত ২১ জুলাই সোমবার রাত সোয়া ৮টায় সিলেট মাউন্ট এডারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বেলা ২ ঘটিকায় শমশেরনগর শিংরাউলী ইলেভেন স্টার মাঠে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবিরের উপস্থিতিতে পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। এরপর বেলা ২.৩০ ঘটিকায় জানাযার নামাজ শেষে শিংরাউলী কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাজ্জাদুর রহমানের মৃত্যুতে বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), কেন্দ্রিয় বিএনপি নেতা এড. আবেদ রাজা, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক অলি আহমদ খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন আহমদ মধু, জেলা বিএনপি সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সনে যুদ্ধকালীন সময়ে ধলই সীমান্তে সিপাহী হামিদুর রহমানের সাথে রনাঙ্গনে লড়াকু সৈনিক ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান বিএনপি’র একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি এলাকায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমলগঞ্জবাসী একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারিয়েছে।
ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে
যুবতীর আত্মহত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নাইমা আক্তার(২০) নামে এক যুবতী বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার(২৩ জুলাই) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাইমা আক্তার শ্রীরামপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে। ঘটনার খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের চাচা খলিল মিয়া জানান, গত রমজান মাসে নাইমা আক্তারের বিয়ে ঠিক হয়ছিল। আত্মহত্যার কারণ জানতে চাইলে বলেন হবু স্বামী প্রবাসে থাকে হয়তো তার সঙ্গে মোবাইলে কথা কাটাকটি হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ওসি(তদন্ত) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাইমা আক্তার ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে
মৌলভীবাজারে মোমবাতি প্রজ্বলন
২৩ জুলাই’২৫ বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শহীদ স্মৃতিস্তম্ভে উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার পক্ষ থেকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
![]() |
উপস্থিত ছিলেন উদীচী জেলা সভাপতি জহরলাল দত্ত, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষী মোহন্ত সহ সংগঠন সমূহের সদস্যবৃন্দ।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা, নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা, নিহতের সঠিক তথ্য প্রকাশ করা, শিক্ষার্থীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীর হামলার প্রতিবাদে এবং মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে বাস্তবায়নের দাবিতে এবং কাঠামোগত হত্যাকাণ্ডের প্রতিবাদে ২৩ জুলাই’২৫ বুধবার বিকাল ৬টায় মৌলভীবাজার চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
![]() |
বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং সমাবেশ পরিচালনা করেন সংগঠনের মৌলভীবাজার শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকার। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার আহ্বায়ক বিজয় দাস, সদস্য উস্মিতা পাল। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সভাপতি জহরলাল দত্ত।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালায় যৌথবাহিনী। বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এ অভিযানে নেতৃত্ব দেন।
![]() |
কমলগঞ্জ সদর ইউনিয়নের তহশীলদার কমলেন্দু ভট্টাচার্য্য জানান, প্রায় দুই বছর ধরে একটি প্রভাবশালী মহল আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে সরকারী খালরকম ভূমিতে অবৈধভাবে ১টি পাকা ও ১টি টিনসেড ঘর নির্ম্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ভূমি অফিস থেকে সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়। পরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে একাধিকবার নোটিশ করার পরও দোকান উচ্ছেদ করেনি। পরিশেষে বুধবার দুপুর থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সীখানা শাখা এবং টি সেল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবৈধভাবে স্থাপিত দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর সরকারী খালরকম ভূমিতে স্থাপনকৃত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।