মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার-শেরপুর-সিলেট আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জন সহ ৬ জন নিহত হয়েছেন। লোমহর্ষক এ ঘটনায় আরো ৩ জনকে গুরুত্বর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষনিক গত রাত থেকে ঘটনাটি ভাইরাল হলে জেলা জুড়ে শোকের মাতম বইতে শুরু করেছে।
নিহতরা হলেন, সদর উপজেলার শেরপুর এলাকার আব্দুল গণি’র পুত্র জাহাঙ্গীর তালুকদার (৩৮), মেয়ে শাজনা বেগম (২৮), আরেক পুত্র নাহিদ তালুকদার (২৬),
খালিশপুর গ্রামের মুশাহিদ মিয়ার পুত্র সাইফ আহমদ(১২), করিমপুর গ্রামের ছাতন মিয়ার পুত্র শাহাদাৎ মিয়া(২৪) ও সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার খছদ্দর মিয়ার পুত্র লায়েছ মিয়া(২৮)। আহতরা হলেন ইয়াছমিন বেগম, নুরুন নাহার, নুরজাহান ও মোস্তাক আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি মৌলভীবাজার হতে শেরপুর যাওয়ার পথে মৌলভীবাজার শেরপুর-সিলেট আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকায় গেলে মৌলভীবাজারগামী সিএনজি চালিত অটোরিক্সার সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। আশংকাজনক অবস্থায় আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার এসআই এমরান হোসেন জানান, শনিবার রাতে ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে পৌছে দেয়া হয়েছে। আহত তিনজনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।