প্রকাশিত খবর থেকে জানা যায়, গাড়ীর চাকার ব্যবসায়ী ৪০ বছর বয়সের একজন ফিরোজ সুলায়মান এই হত্যাকাণ্ডের নায়ক। তিনি তার ব্যবসা প্রতিদ্বন্দ্বী অপর একজন ব্যবসায়ীকে হত্যা করার উদ্দেশ্যে এক বন্দুকধারীকে ভাড়া করেন। ভুলক্রমে সে বন্দুকধারী আসল মানুষের উপর গুলি না চালিয়ে রাস্তায় হেটে যাওয়া ভিন্ন একজন আয়া হাচেম নামের আইন শিক্ষার্থীর উপর গুলি চালায়। এতে তার মৃত্যু হয়।
আইনের ছাত্রী ১৯ বছর বয়সী এই আয়া হাচেম স্বপ্ন দেখতেন তিনি একজন আইনের পেশাদার হবেন। কিশোরী অবস্থায় আয়া হাচেম জীবন বাঁচানোর জন্য লেবানন থেকে পরিবারের সাথে পালিয়ে লণ্ডনের লাঙ্কাশায়ারের ব্লেকবার্ণে এসে আশ্রয় নিয়েছিলেন। লেবাননে তখন চলছিল গৃহযুদ্ধ।
গত বছরের ১৭ মে তারিখে রাস্তায় তাকে গুলি করা হয়। তিনি কাছের একটি সুপারমার্কেটে দৈনন্দিন বাজার করতে যাচ্ছিলেন। অকস্মাৎ একটি গুলি এসে তার প্রাণবায়ূ বের করে নিয়ে যায়। তিনি হাসপাতালে মৃত্যুমুখে পতিত হন। হত্যার সাথে জড়িত ৭জনকে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।
|