1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
''একটি লাশ" মৌলভীবাজারের মেয়ে বাবলী আক্তার !! - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

”একটি লাশ” মৌলভীবাজারের মেয়ে বাবলী আক্তার !!

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ২১৫ পড়া হয়েছে

ময়েজ আহমদ।। কেন এই মেয়েটি লাশ হলো?? কি এমন দুষ ছিলো তাকে হত্যা করতে হবে?? মানবতা কি মরে গেছে? ওরা কেন এত পাষন্ড?
বাবলী নামের মেয়েটির বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই গ্রামে। মৃত আলহাজ্ব আয়াছ মিয়ার ছোট মেয়ে বিয়ে হয়েছিল রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তাহারলামু গ্রামের মনির মিয়ার পুএ সৌদিআরব প্রবাসী সুরুক মিয়ার সাথে। তাদের পারিবারিক জের ধরে মেয়েটিকে নির্যাতন করে আসছে স্বামীর পরিবারের লোকজন। মেয়েটি সহজ সরল থাকায় অনেক কিছু সব সময় তার পরিবারকে জানায়নি। নির্যাতন সহ্য করে স্বামীর সংসারেই ছিলো। বোনটি কি জানতো ওরা এতোটা নিচ কুলাঙ্গার পরিবার! তাকে মেরে ফেলবে?
গত ১৫জুন ২০১৭,  বৃহস্পতিবার তার মা’কে ফোন দিয়ে শেষ কথা বলেছিলো, মা আমাকে নিয়ে যাও না হলে ওরা আমাকে মেরে ফেলবে!! মা সান্তনা দিয়ে বলেছিলো একটু ধৈর্য্য ধর মা তোর স্বামী এইতো ঈদে চলে আসবে। সব টিক হয়ে যাবে, কিন্তু না ঘাতকরা একদিনও সময় দিলো না। ঐ দিন রাতেই বাবলী নামের এই মেয়েটিকে হত্যা করল। ঘাতকরা পালাতে পারেনি বর্তমানে জেলে আছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটা কথাই বলবো এই পাষণ্ড খুনিদের যেন কঠিন বিচার হয় যাতে করে আর কেউ এমন সাহস করে না।

লেখক একজন রাজনীতিক ও সমাজকর্মী

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT