মুক্তকথা সংবাদকক্ষ।। ইংল্যাণ্ডের দক্ষিন ইয়র্কশায়ার এলাকা ভয়ঙ্করভাবে বন্যা কবলিত হয়েছে। এ পর্যন্ত গণমাধ্যম থেকে সংগৃহীত খবরে পাওয়া গেছে বন্যা আক্রান্ত এলাকায় ৮০০ ঘরবাড়ী ব্যাপকভাবে বন্যাক্রান্ত হয়েছে। আগামী ৪৮ঘন্টা পর্যন্ত চলমান ভেজা ভেজা আবহাওয়া অব্যাহত থাকলে আবারো একই উপদ্রুত এলাকা দ্বিতীয়বারের মত বন্যায় আক্রান্ত হবে। ইংল্যাণ্ডের উপদ্রুত সারা এলাকায় বৃহস্পতিবার মধ্যদিন পর্যন্ত ৪৫ নম্বর বন্যা বিপদসংকেত দিয়ে রাখা হয়েছে। পরিবেশ এজেন্সি সারা ইংল্যাণ্ড জুড়ে ১২২তম বন্যা শতর্ক সংকেত জানিয়েছে।