মৌলভীবাজার, ১৪ জুন ২০২১ইং,
মৌলভীবাজারে দীর্ঘ ১ বছর ধরে সড়ক থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে জেলা শহরের ৮টি দোকান। শহরের শ্রীমঙ্গল রোডের ঢাকা বাসস্ট্যান্ড ও কোদালীপুলের মধ্যবর্তী স্থানে এক সড়ক দূর্ঘটনায় ওই দোকানগুলোর সাথে সড়কের সংযোগ স্থাপনকারী নর্দমার উপর গড়ে উঠা পায়ে হাঁটা পথের নর্দমা ঢাকনা ভেঙ্গে যাবার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ওই ৮টি দোকান মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে আছে দীর্ঘ ১ বছর যাবৎ। দোকানগুলোর ব্যবসায়ীরা বলেছেন- গত একবছর যাবৎ তাদের ব্যবসাপাতি লাটে উঠেছে। ওই ৮টি দোকান সম্বলিত বাণিজ্যিক ভবনটির অন্যতম মালিক আব্দুল বাছিত তরফদার জানান- সড়ক দূর্ঘটনায় মাত্র ১টি দোকানের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু, সংস্কারের নামে বাকী ৭টি দোকানকে শুধু ক্ষতিগ্রস্তই করা হয়নি, অধিকন্তু পুরো অবকাঠামোকে হুমকীগ্রস্থ করা হয়েছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন- এটি তার দায়িত্ব গ্রহণের ৬ মাস আগের ঘটনা। ওই সময়ের সিদ্ধান্ত নিয়ে অষ্পষ্টতা আছে। বর্তমানে বরাদ্ধের অভাবে সংস্কার কাজ করা সম্ভব হচ্ছেনা। বরাদ্ধ নিশ্চিত হলে দ্রুতগতিতে সংস্কার কাজ করা হবে। তিনি জানান- ক্ষতিপূরণের টাকা সড়ক ও জনপথ বিভাগ গ্রহণ করেনি। এতে করে প্রশ্ন দেখা দিয়েছে, ট্রাক মালিকের দেয়া ক্ষতিপূরণের টাকা তাহলে মেরে দিলেন কে? |