মুক্তকথা সংগ্রহ।। ফেইচবুকের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের জন্য আমেরিকার আদালতে মামলা হয়েছে বেশ আগেই। এজন্য ফেইচবুককে জরিমানাও দিতে হয়েছে। ফেইচবুক কর্তৃপক্ষ নিজেদের গ্রাহকসৃষ্ট সমস্যা সমাধানে জরিমানা দিয়ে সময় চেয়ে নিয়েছেন, এমনও ঘটেছে। নিজের দেশ আমেরিকার পর এবার ফেইচ বুকের কিছু ঘৃণা—ভাষণের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস। কংগ্রেস পত্র দিয়েছে ফেইচবুকের কর্ণধার মার্ক জোকারবার্গকে। এই সাথে ফেইচবুকের ভারতীয় শাখার পাবলিক পলিসি পরিচালক আঁখি দাসের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভারতীয় পুলিশ। এ খবর প্রকাশ করেছে দৈনিক আনন্দবাজার পত্রিকা।
পুলিশের ভাষায়, আঁখি দাস বিদ্বেষমূলক মন্তব্য প্রচার ও ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে কথা বলেছেন। এদিকে খোদ আমেরিকার সংবাদপত্রে ফেইচবুকের ভারতীয় শাখার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। আমেরিকার সংবাদপত্রে প্রকাশিত সে অভিযোগে জানা গেছে যে ফেইচবুকের ভারতীয় শাখা বিজেপি’র প্রতি পক্ষপাতিত্ব করে চলেছে। এআইসিসি সাধারণ সম্পাদক বেণুগোপাল এর তদন্ত দাবী করেছেন। এছাড়াও মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে গত শুক্রবার প্রকাশিত খবরের উপর তদন্তের দাবীতে যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবী তুলেছে কংগ্রেস ও বামসহ বিরোধী পক্ষের এক অংশ।