আব্দুল ওয়াদুদ।। এবারের এসএসসি পরীক্ষায় মৌলভীবাজারে জিপিএ—৫ পেয়েছে ১ হাজার ৬৫জন। জেলায় মোট পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ। তাদের মধ্যে ৮২ দশমিক ৭৫ শতাংশ ছেলে ও ৭৯ দশমিক ৬১ শতাংশ মেয়ে। গত বছরের তুলনায় এবার সব দিক দিয়ে এগিয়ে মৌলভীবাজার। তবে বিশ্বব্যাপী করোনার গ্রাসে বাংলাদেশেও এর প্রভাব দেখা দেয়াতে জেলার সফল শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল জানতে কিংবা বিদ্যালয়ে আসতে বা উল্লাস করতে দেখা যায়নি।
গত বছর জেলায় ৬৩৮জন পরীক্ষার্থী জিপিএ—৫ পায়। গত বছরের তুলনায় এবার ৪২৭টি এ প্লাস বেশি পেয়েছে মৌলভীবাজার। জেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল প্রতি বছরের মত এবারও চমক দেখিয়েছে। স্কুলটিতে এবার ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১১৬ জন। এবার জিপিএ—৫ পেয়েছে ৫২জন। পাশের হার ৯৯.১৫।