1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ঐতিহ্যবাহি ঘোড়দৌড় - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহি ঘোড়দৌড়

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬
  • ২৭২ পড়া হয়েছে

সৈয়দ বয়তুল আলী।। মৌলভীবাজার, শনিবার ১লা পৌষ ১৪২৩।। মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা। প্রতিযোগীতা উপভোগ করতে হাজার হাজার  দর্শনার্থীদের ঢল নামে মৌলভীবাজার স্টেডিয়ামে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগীতা। সিলেট, মৌলভীবাজার , হবিগঞ্জ, সুনামগঞ্জ  থেকে  মোট ১২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রথম পর্যায়ে ৫টি রাউন্ডে দৌড়ের মাধ্যমে বাছাইকৃত ৪টি ঘোড়ার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তুমুল উত্তেজনাপূর্ণ দৌড়ে প্রথম স্থান অর্জন করে মৌলভীবাজারের বালিকান্দি গ্রামের জালালীয়া নামক ঘোড়া। দ্বিতীয় স্থান অর্জন করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মনিরাজ এবং তৃতীয় স্থান অর্জন করে  একই এলাকার রনজীত নামক ঘোড়া। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের রঙ্গিন টিভিসহ বিভিন্ন উপহার দেয়া হয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: শাহ্ জালাল, জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT