মুক্তকথা মৌলবীবাজার।। মৌলভীবাজারে খাদ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার ব্যবসায়ী অঞ্চল শেরপুরস্থ পোষ্ট অফিস রোড, চৌমুহনা, সিলেট রোড, আফরোজগঞ্জ বাজার সহ আরো পৃথক যায়গায় এসব অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে এসব অভিযানে অভিযানে সার্বিক সহযোগিতা করে শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স। অভিযানকালে পোষ্ট অফিস রোডে অবস্থিত শাওন ফার্মেসীকে ১ হাজার, দিপ মেডিকেল হলকে ১ হাজার, শেরপুর চৌমুহনা এলাকায় অবস্থিত দত্ত ফার্মেসীকে ১ হাজার ৫ শত, সিলেট রোডে অবস্থিত সাগরিকা সুইটমিট এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার ৫ শত, আফরোজগঞ্জ বাজারে অবস্থিত তুলি ফার্মেসীকে আরো ১ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, অভিযানে ওষুধের মান সঠিক রাখার জন্য নির্দিষ্ট তাপ মাত্রার ফ্রিজে রাখার নিময় থাকলেও ওষুধ বাহিরে রেখে বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, খাদ্য পণ্য পরিবেশ করার পাত্র ভাল ভাবে না পরিস্কার করে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে
পরিস্কার করে খাদ্য পণ্য বিতরণ করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।