মৌলভীবাজার প্রতিনিধি।। কোভিড-১৯ মোকাবেলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজারে গেল ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ১১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়সহ জেলার ৭টি উপজেলায় এসব পৃথক পৃথক অভিযানে ৪৩টি মামলা দায়েরসহ মোট ৩ লাখ ২৯ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এজিএম শাখা) রফিকুল ইসলাম বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য দেন।
জানা যায়, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা “পরিবেশ সংরক্ষণ আইন ২০১৮” আইনে ৩টি মামলাসহ মোট ৩০ হাজার, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা “দন্ডবিধি ১৮৬০” আইনে ৮টি মামলাসহ ৮০০ টাকা জরিমানা, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একই আইনে ৯টি মামলা দায়ের ৩ হাজার ৮শ টাকা, “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ও সংক্রামক রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮” আইনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫টি মামলা দায়েরসহ ২ লাখ ২ হাজার ৮শ, “বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১৮” সহকারী কমিশনার (ভূমি) শ্রীমঙ্গল আরেকটি পৃথক অভিযানে ১টি মামলাসহ ৮০ হাজার টাকা, সহকারী কমিশনার (ভূমি) রাজনগর “দন্ডবিধি ১৯৬০ আইনে” ৯টি মামলা দায়েরসহ ৬ হাজার ৫শ টাকা ও “দন্ডবিধি ১৮৬০,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” আইনে ৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। এদিকে পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬০৮ জন। এর আগে আক্রান্ত ছিল ৫৭৫ জন। বৃহস্পতিবার আরো ৩৩ জন আক্রান্ত হওয়ায় নতুন সংখ্যা দাড়ায় ৬০৮। কোভিড নিয়ে জেলায় মারা গেছেন মোট ৬ জন । এদিকে কোভিড-১৯ মোকাবেলায় সরকারি তরফ থেকে জেলায় নগদ মোট ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা এসেছে। সবগুলো টাকা বিতরণ করা হয়েছে। চাল এসছে ২ হাজার ৬শ ৭৫ মে.টন। চাল মজুদ ৬৫০ মে.টন। শিশু খাদ্য এসেছে ৩৪ লাখ টাকার। নব যোগদানকৃত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন।